What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Review ওয়েব সিরিজ Mirzapur (1 Viewer)

Welcome! You have been invited by goodboy2 to join our community. Please click here to register.

Matheus

Member
Joined
Mar 8, 2020
Threads
15
Messages
115
Credits
2,016
3KkSHWg.jpg


Mirzapur

ইন্ডিয়ান ওয়েব সিরিজ

আইএমডিবি : ৮.৫

পার্সোনাল : ৯

ওয়েব সিরিজগুলা আমার তেমন একটা দেখা হয়না। কিন্তু কিছু আগে সেক্রড গেমস দেখার পর আমি ইন্ডিয়ান ওয়েব সিরিজ গুলার রীতিমতো ফ্যান হয়ে গেছি। তার মধ্য ক্রাইম,থ্রিলার হলে তো কথাই নেই 😁

মূলত সিরিজটি ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলাকে কেন্দ্র করে।কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে

রয়েছে মির্জাপুরের বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী মাফিয়া ডন আখানন্দ ত্রিপাথি ওরফে কালিন ভাইয়া।তার এই ব্যবসায়ের এবং সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী তার ছেলে মুন্না।গল্পের শুরুতে মুন্না একটি বিবাহের উৎসবে গুলি করে বরকে খুন করে। তারপর বরের বাবা কেসটি নিয়ে একজন উকিলের(রামাকান্ত পান্ডিত) কাছে যায়।উকিল এই কেসটি নিয়ে নেয়। তারপর একদিন রাতে মুন্না তার দল বল নিয়ে উকিলের বাসায় গিয়ে তাকে হুমকি দেয় কেসটি তুলে নেওয়ার জন্য। উকিলের দুই ছেলে বাবলু এবং গুড্ডু। উকিলের পুরা পরিবারের সাহসিতায় মুন্না এবং তার দলবল তাদের ক্ষতি করতে ব্যর্থ হয়। উলটা মুন্না এবং তার দলবল মার খেয়ে যায়। তারপর কালিন ভাইয়া তার বিস্বস্ত সহচর মকবুল কে পাঠিয়ে দুই ভাইকে ত্রিপাথিদের বাসায় নিয়ে আসে। তারপর কিছুটা অবাক করে বাবলু এবং গুড্ডুকে কালিন ভাইয়ারে হয়ে কাজ করার জন্য অফার করে। মূলত এইখান থেকেই মূল ঘটনা শুরু 😉

মির্জাপুরের সিজন ১ এ টোটাল এপিসোড সংখ্যা ৯ টি।প্রতিটা এপিসোডে ভায়োলেন্স,ক্রাইম, থ্রিলে পরিপূর্ণ। এছাড়া কিছুটা ১৮ + ওয়ার্নিং রয়েছে 😁।গল্পের প্রয়োজনে মুলত সেক্সুয়্যালিটি দেখানো হয়েছে।

যারা এখনো দেখেননি দ্রুত দেখে ফেলুন। আশাকরি হতাশ হবেন না 🙂
 

Users who are viewing this thread

Back
Top